Page 15 - Sonbeel Utsab 2024
P. 15
ফরার গান
ৃ ম য় রায়
ু
মে এখন ধ জল
পসী আেলার িনেচ মেলেছ আঁচল।
ু
সাতরঙা মানেষর নৗেকা ভােস তােত
এপাের-ওপাের।
হাত নােড় , গান গায়, ছিব তােল তারা,
ঘনব মঘ েলা িপছুটান ছাড়া
আকাশেক িদগে র িদেক রােখ টেন;
জেলর গভীরতা জেন
ু
অেধ ক ডিবেয়েছ গা পাঁচেশা িহজল।
ছােটা খােটা বচা কনা হয়, সুসময়
িচেনেছন মিহলা দাকািন,
ু
মােছর জােলর সে রা ের মলা থােক
ভজা কাঁথা কািন।
ু উঁচ-িনচ ঢউ ভােঙ িববােহর গীত,
ু
কেব িছল িভত ,তার উেঠেছ ধামাইল,
বােরা ধান শাইল।
ু
তবও তা ফের না এ দশা,
ূ
মনসা নেবন পজা এ ভরা াবেণ,
রমার সুর দােল প িবত বেন।
আফাল আফাল ছােট হওয়ায় হওয়ায়,
আঁধাের
ু দর ভেস যাওয়ায়
জেলর ছাবেল কােট হাত, রাত
পার হয় জাল টেন টেন,
বাজার রেখেছ গািড় ঘােট এেন।
পেরর দৃেশ িক জল নই তত,
আসেল থামেতা
মােটই ম স া এ নয়, ভাঙা ি ন ম, যন
ু
এেলােমেলা ঘম; এ তেব কান িচ ভাষা
ু
ু
ু
শীত ঋত িদল এঁেক? উপড় নাওেয়র গলই
ঘােস আেছ ঢেক, খিড় ওঠা শরীের িহজল -----
ু
এই দৃেশ পি হীন জল।
আকাশ এখন গাঢ় নীল,
বরষা ফরার গান চায় শণিবল।
*****
9

